বিনোদন ডেস্ক : অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদালতের মাধ্যমে গত ১০ জানুয়ারি বিবাহবিচ্ছেদ হয়েছে টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। ফের বিয়ে করতে যাচ্ছেন কাঞ্চন। এটি তার তৃতীয় বিয়ে।
পিংকি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। এখন যাকে বিয়ে করতে যাচ্ছেন কাঞ্চন মল্লিক তিনি ‘কৃষ্ণকলি’ খ্যাত ভারতীয় বাংলা টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।
এদিকে তার প্রথম স্ত্রী অভিনেত্রী অনিন্দিতা দাস কাঞ্চনের তৃতীয় বিয়েতে যেন বেশ অবাকই হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের কাছ থেকেই সাবেক স্বামীর তৃতীয় বিয়ের খবর শুনেছেন তিনি।
টিভিনাইন বাংলার এক প্রতিবেদনে বলা হয়, কাঞ্চনের বিয়ের খবর সাংবাদিকের কাছ থেকেই জানতে পারেন অনিন্দিতা। অভিনেত্রীকে সাবেক স্বামীর তৃতীয় বিয়ের সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অবাক হয়ে উলটো প্রশ্ন করেন, ‘তাই? সে আবারো বিয়ে করেছে? হা-হা-হা-হা। আমি জানতামই না।’
অনিন্দিতাকে জিজ্ঞেস করা হয়, কাঞ্চনের দুবার বিয়ে ভাঙল। বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? জবাবে অভিনেত্রী বলেন, আমি এ ব্যাপারে খুবই নির্মোহ। কোনো উপলব্ধি নেই আমার। যেদিন আমার আর কাঞ্চনের ডিভোর্স হয়, আমি সেই জায়গাটা থেকে সরে এসেছি। সিম্পল…তাই আমার মনের মধ্যে কিচ্ছু নেই।
কাঞ্চনকে কি আপনি ঘৃণা করেন? এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব— একদমই না। আমার কোনো অনুভূতি নেই তার প্রতি। মানুষটাই তো নেই আমার জীবনে। পাশের বাড়ির পচাদার প্রতি কি আমার অনুভূতি থাকবে? আমি বর্তমানে থাকি বাবা-মায়ের সঙ্গে। আমার পোষ্য বিড়াল ছানাটাই আমার কন্যা। তাদের নিয়ে কেটে যাচ্ছে সময়।
ভালোবেসে বিয়ে করেছিলেন কাঞ্চন মল্লিক ও অনিন্দিতা। ২০১০ সালের শুরুর দিকেই ভেঙে যায় সেই সংসার। এরপর কাঞ্চন বিয়ে করেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। সেই সংসারে জন্ম নেয় একটি পুত্রসন্তান। কিন্তু বিয়ের কয়েক বছরের মাথায় ভাঙন ধরে তাদের দাম্পত্যে। এরপর চলতি বছরেই বিচ্ছেদের পথে হেঁটেছেন এই জুটি।
কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:১৬