বিনোদন ডেস্ক : এদিকে বচ্চন বাড়ির নাতি অগস্ত্য নন্দা শাহরুখের মেয়ের সঙ্গে প্রেমের জোয়ারে ভাসছেন। তবে তাতে দুই পরিবারের মত আছে বলেই ধারণা করেন নেটিজেনরা।সম্প্রতি অমিতাভের নাতনি নভ্যা নন্দার একটি শো’তে প্রকাশ হলো অমিতাভের একটি অজানা খবর। সেখানে তিনি তার নানার সম্পর্কে কিছু কথা প্রকাশ করেন। নভ্যা বলেন, আমার আমার নানা (দাদু অমিতাভ) একটি বিষয় একেবারেই পছন্দ করতেন না।
কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০