মোঃ সালাহউদ্দিন আহমেদ : হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিল নরসিংদীর মাধবদী থানাধীন এলাকা এবং বিভিন্ন ইউনিয়নে অবাধে চলছে মাদক ব্যবসা। এসব মাদক ব্যবসায়ীদের অধিকাংশরাই একাধিক বার জেল ফেরত। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মাঝে মধ্যে দুই-একজন মাদক ব্যবসায়ী আটক হলেও খুব অল্প সময়ে জামিনে বের হয়ে তারা পুনরায় আবারও জমজমাট করে তুলেন মাদক ব্যবসা।এদের মধ্যে অনেকেই চিহ্নিত মাদক ব্যবসায়ী। অনুসন্ধানে জানাযায়, মাধবদী পৌরসভাধীন এক কুখ্যাত মাদক ব্যবসায়ী মাধবদী থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে জীবনে মদক ব্যবসা করবেনা বলে শপথ নেন কিন্তু বর্তমানে চিহ্নিত এই মাদক ব্যবসায়ীও ফিরেছেন তার পুরনো মাদক ব্যবসায়। পৌরসভাধীন প্রায় বেশ কয়েকটি ওয়ার্ডে হাত বাড়ালেই পাওয়া যায় বিভিন্ন ধরনের মাদক। এই থানাধীন মেহেরপাড়া, পাঁচদোনা এবং আমদিয়া ইউনিয়ন মাদক ব্যবসায় উল্লেখযোগ্য। মেহেরপাড়ার পাথর পাড়া, খানকা এলাকা,দিঘিরপাড়, চৌয়া, বেপারী পাড়া ও ভগীরথপুর এলাকা। পাঁচদোনা ইউনিয়নের পাঁচদোনা মোড় এলাকা, নল্যা, সোনর, কাকশিয়া এবং নেহাব এলাকা। আমদিয়া ইউনিয়নের আনৈবাড়ি, কুড়লিয়া, ভূইয়ম, বেলাবো, পাকুড়িয়া, আদর্শবাজার, বেলাডি ও চানগাঁও মাদকের হটস্পট । স্থানীয়রা বলেন, মাদক এখন বিক্রি হচ্ছে প্রকাশ্যে আর মাদক সহজে পাওয়া যায় বলে স্কুল কলেজের ছাত্ররাও জড়িয়ে পরছে মাদক সেবনে। স্থানীয়রা জানায়, একের পর এক মোটরসাইকেল নিয়ে কিশোর বাইকাররা আসেন এসব এলকায়। এরমধ্যে অধিকাংশ এলাকায় বেড়েছে চুরি আর এসব অপরাধের পেছনে রয়েছে মাদক। বিভিন্ন সময়ে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীরা আটক হলেও ছাড়া পেয়ে যান খুব সহজেই এবং পুনরায় শুরু করেন মাদক ব্যবসা। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন মাধবদী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে প্রতিদিনই। মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হচ্ছে মামলা হচ্ছে মাদকের বিরুদ্ধে মাধবদী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:২২