মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির কাছে ইজতেমা ময়দান হস্তান্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি গাজীপুর জেলা প্রশাসকের কাছে মঙ্গলবার বিকালে ময়দান হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসক দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেন বিকাল সোয়া ৩টায়। দ্বিতীয় পর্বের আয়োজকরা ময়দান বুঝে পেয়ে কিছু কিছু মুসল্লি ইজতেমা ময়দানে প্রবেশ করেন এবং প্রস্তুতি কাজ শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান, প্রথম পর্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মেজবাহ উদ্দিন আহম্মেদ, প্রকৌশলী মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমিন এবং দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির শীর্ষ জিম্মাদার প্রকৌশলী খান মোহাম্মদ মুহিবুল্লাহ, আব্দুস সালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, হারুনুর রশিদ, মো. সায়েম, হাজী মনির প্রমুখ।

এ সময় গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, মঙ্গলবারের মধ্যে ইজতেমা ময়দান প্রথমপক্ষ থেকে বুঝে নিয়ে দ্বিতীয়পক্ষের কাছে হস্তান্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পক্ষের আয়োজক কমিটির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে। এখন দ্বিতীয়পক্ষের ইজতেমা আয়োজনের জন্য যেসব সার্বিক সহযোগিতা দরকার যেমন- জনস্বাস্থ্য, সিটি করপোরেশন, সড়ক ও জনপথ, এলজিইডি, ফায়ার সার্ভিস, ডেসকো, তিতাস গ্যাসসহ যা যা দরকার তাদের জন্যও সেসব কিছু বলবত রয়েছে। এগুলো আমরা পরীক্ষা করে দেখেছি। সবকিছু অক্ষত আছে। প্রথমপর্বের মুসল্লিদের জন্য ময়দানে যে ধরনের সুযোগ সুবিধা ছিল, দ্বিতীয়পর্বেও সেসব সুবিধাদি রাখা হয়েছে।

এর আগে শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম মাঠে আয়োজিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিং করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ইজতেমা ময়দানে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রথমপর্বের মতো দ্বিতীয়পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী ময়দানে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit