বিনোদন ডেস্ক : বিগবস সিজন ১৭ এর বিজয়ী হলেন মুনাওয়ার ফারুকী। ১৫ সপ্তাহের চড়াই উতরাই পার করে অবশেষে সালমান খানের হাত থেকে ট্রফি গ্রহণ করলেন তিনি। ফাইনালে মুনাওয়ার ফারুকীর বিপরীতে ছিলেন অভিষেক কুমার। টায় টায় টক্কর হয়েছিল দু’জনের মধ্যে। সিজনের শুরু থেকেই দুই ফাইনালিস্ট তাদের যোগ্যতা প্রমাণ করেছিলেন। প্রতিটা খেলায় খুব ভালো করে সম্পাদন করে তারা। তবে চূড়ান্ত পর্যায়ে ভোটিংয়ে অভিষেক কুমারকে হারিয়ে শো জিতেছেন মুনাওয়ার!
মুনাওয়ার ফারুকি এবং অভিষেক কুমার সালমান খানের সাথে মঞ্চে দাঁড়িয়েছিলেন। দু’জনের হাত ধরে রেখেছিলেন সালমান। ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, কে জিতবে? কার হাত উপরে তুলবেন বলিউডের ভাইজান! অবশেষে ‘লক-আপ’ জেতার পর, আরেকটি রিয়েলিটি শোয়ের ট্রফি ঘরে নিলেন মুনাওয়ার ফারুকী। বিগ বস ১৭ জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে সকলে তাকে অভিনন্দন জানাচ্ছে।
সাক্ষাৎকারে তিনি বলেন,‘প্রথম দিন থেকে ফাইনাল অবধি আমার আত্মবিশ্বাস ছিল, আমি শো জেতার যোগ্য। তাই বলে এমন নয়, যে অভিষেক যোগ্য নয়! স্টেজে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, আমি যদি নাও জিততে পারি তাও আমি খুশি। কারণ, অভিষেকের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে।’
কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০