মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা বিএনপি’র উদ্দোগ্যে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নির্দলীয় নিরুপেক্ষ তত্ত্বাবাধায়ক সরকারের দাবী ও ডেমি নির্বাচন বাতিল এবং জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে কালো পতাকা মিছিল বের হয়।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী পৌরসভার বাজার থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম এর নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে কালীবাড়ী রোডে পুলিশের বাঁধার মুখে পড়ে।
এক পর্যায়ে পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সাথে ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। কালো পতাকা মিছিলে বিএনপি’র ৫শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৫১