লাইফ ষ্টাইল ডেস্ক : চাকরির ইন্টারভিউ বা সাক্ষাৎকারে ভালো পারফরম্যান্স চাকরি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আবার ইন্টারভিউতে ছোট্ট একটা ভুলই নিয়ে আসে বিপরীত ফলাফল।
বর্তমান সময়ে চাকরির কঠিন বাজারে ইন্টারভিউতে ছোট্ট ভুলের কারণে কেউই চাকরির সুযোগ হাতছাড়া করতে চাইবে না। তাই চাকরির ইন্টারভিউতে এমন কিছু ভুল এড়িয়ে চলতে হবে।
চলুন জেনে নেই চাকরির ইন্টারভিউতে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন
ইন্টারভিউয়ের একটি নির্দিষ্ট সময় দেওয়া থাকে। ওই সময়ের বেশ আগেই চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যাওয়া উচিত। ইন্টারভিউয়ের সময় যদি সাক্ষাৎকারগ্রহীতা দেখেন, চাকরিপ্রার্থীই এসে পৌঁছাননি, তবে শুরুতেই একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে। তাই রাস্তা-ঘাটের অবস্থা বিবেচনা করে আগে আগেই বের হওয়া উচিত।
অনুপযুক্ত ও অগোছালো পোশাকে চাকরির ইন্টারভিউতে অংশগ্রহণ করা কখনওই উচিত নয়। যে কোনও ইন্টারভিউতে উপস্থিত হওয়ার আগে পোশাকের ক্ষেত্রেও চাকরিপ্রার্থীকে সজাগ থাকা উচিত। খুব বেশি জাঁকজমক যেমন ইন্টারভিউয়ের জন্য উপযুক্ত নয় তেমনই একেবারে অপরিচ্ছন্ন বা অগোছালো পোশাক ইন্টারভিউতে যাওয়া উচিত নয়।
ইন্টারভিউতে অংশগ্রহণ করার সময় ঝুঁকে বসা বা কুঁকড়ে বসা আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করতে পারে। এতে করে সাক্ষাৎকারগ্রহীতার শুরুতেই নেতিবাচক ধারণা হতে পারে। সুতরাং আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব প্রকাশের জন্য সোজা হয়ে বসুন।
ইন্টারভিউয়ের সময় সাক্ষাৎকারগ্রহীতার চোখের দিকে তাকান না অনেকেই। এদিক ওদিক বা নীচে তাকিয়ে থাকেন অনেক চাকরিপ্রার্থীরা। এটা আপনার নিরাপত্তাহীনতা প্রকাশ করে। তাই ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস ও মনোযোগ রয়েছে এটা প্রকাশের জন্য সাক্ষাৎকারগ্রহীতার চোখের দিকে সরাসরি তাকান।
ইন্টারভিউয়ের সময় অতিরিক্ত অস্থিরতা যেমন, পা বার বার নাড়ানো, চুল নিয়ে খেলা করা ওই সময়ের জন্য বিভ্রান্তিকর হতে পারে এবং আপনার অতিরিক্ত নার্ভাসনেস তুলে ধরতে পারে। তাই ইন্টারভিউতে নিজেকে শান্ত ও মনযোগী প্রকাশের জন্য স্থির হয়ে বসুন ও মনোযোগ সহকারে প্রশ্নের জবাব দিন।
ইন্টারভিউ চলাকালীন ঘন ঘন সময় দেখলে বা হাত ঘড়ির দিকে তাকালে সাক্ষাৎকারগ্রহীতার মনে আপনি অধৈর্য বা ইন্টারভিউতে আগ্রহী নন এমন ধারণা জন্মাতে পারে। এতে করে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ইন্টারভিউ চলাকালীন বার বার সময় দেখা থেকে বিরত থাকুন।
কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪২