ডেস্ক নিউজ : শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মামলায় সরকার কোনো পক্ষ নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। যেসব শ্রমিক-কর্মচারীরা বঞ্চিত হয়েছেন তারাই তার বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৪টি দেশের নন-রেসিডেন্ট রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ওয়াশিংটন পোস্টে নিউজ আকারে নয় এটি বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। বিভিন্ন নোবেল লরিয়েটের সেখানে তারা ড. মুহাম্মদ ইউনূসের ব্যাপারে তাদের বক্তব্য রেখেছেন বলেও জানান তিনি। আমাদের দেশের পত্রিকায় যেমন বিবৃতি দেওয়া হয়, সেভাবে নয়। এটি বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। এটা একদম স্পষ্ট যে, লবিস্ট ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেটি ছাপানো হয়েছে। এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে।
কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৩