মাইদুল ইসলাম মুকুল ভুরুঙ্গামারী, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে । মঙ্গলবার (২৩ জানুযারি) সকাল সাতটায় ভূূরুঙ্গামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা জেলার এবছরের সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র ঠা-ায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষজন। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চরাঞ্চলের নিম্ন আয়ের লোকজন। চিকিৎসা বিভাগ জানিয়েছে, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সন্দি-কাশিসহ শীত জনিত নানা উপসর্গ নিয়ে গত ২ দিনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০ থেকে ৫০ জন রোগী।
মঙ্গলবার সকাল থেকে ডায়রিয়া নিয়ে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ২২ জন শিশু। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি মাস জুড়েই তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসের ২৫ তারিখের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০