বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বলিউড তারকারা বডিগার্ডের পেছনে বছরে ১ থেকে ৪ কোটি রুপি খরচ করে আর হলিউড তারকারা ১ থেকে ৪ লাখ ডলার।
জনপ্রিয় তারকাদের বডিগার্ডরা প্রায়ই আলোচনায় থাকেন তাদের পেশা আর পারিশ্রমিক নিয়ে। তবে নেটিজেনদের কাছে তারকাদের কিছু বডিগার্ড জনপ্রিয় তাদের রূপের জন্যও। আসুন এক নজরে দেখে নিই বিশ্বে তারকাদের জনপ্রিয় কিছু বডিগার্ড প্রসঙ্গে।
১। প্রথমেই যার প্রসঙ্গে জানাব তিনি ছিলেন লাস্যময়ী বিশ্বকাঁপানো তারকা জেনিফার লরেন্সের বডিগার্ড। রূপগুণে ঠাসা ওই বডিগার্ডের নাম গ্রেগ লেন্জ। পড়াশুনা করেছিলেন স্থাপত্যশিল্প নিয়ে। ক্যারিয়ারের প্রথমদিকে মডেল হিসেবেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু হঠাৎ করেই ২০১৩ সালে জেনিফারের বডিগার্ড হিসেবে নিযুক্ত হন তিনি। জেনিফারের বার্ষিক ১ লাখ ডলারের মতো হওয়ায় নিজের বেতন কমিয়ে নিতেন গ্রেগ। জেনিফার তার বছরের আয়ের অর্ধেকটাই গ্রেগের পেছনে খরচ করতেন। বর্তমানে গ্রেগ আর জেনিফারের বডিগার্ড নেই। এক কৃষ্ণাজ্ঞ বডিগার্ড নিয়োগ দিয়েছেন জেনিফার।
২। টেইলর সুইফট তার নিরাপত্তার জন্য দুইজন বডিগার্ড নিযুক্ত করেছেন। যারা সব সময় টেইলরকে আগলে রাখেন প্রিন্সেসের মতো। দুই বডিগার্ডের জন্য মাস শেষে টেইলরকে গুনতে হয় ৪ লাখ ডলার।
টেইলর সুইফটের এক বডিগার্ডের সেলারি ২ লাখ ডলার। ছবি: সংগৃহীত
৩। প্রথমে কিম কার্দাশিয়ানের বডিগার্ড ছিলেন টিম চ্যাং। এরপর কিমের বোন কাইলি জেনারের বর্ডিগার্ড পদে নিযুক্ত হন সুদর্শন এ পুলিশ অফিসার। এ বডিগার্ডের জন্য বছরে প্রায় ৫ মিলিয়ন ডলার গুনতে হয় কাইলিকে। এ বিশাল অংকের অর্থ বডিগার্ডকে দিতে অবশ্য বেগ পেতে হয় না কাইলিকে। কারণ বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৭৫০ মিলিয়ন ডলার।
পুলিশ অফিসার টিম চ্যাংয়ের সঙ্গে কাইলি। ছবি: সংগৃহীত
৪। মার্কিন গায়িকা কেটি পেরিকে বছরে সাড়ে ৩ লাখ ডলার গুনতে হয় নিজের নিরাপত্তার জন্য। কেটির বডিগার্ডের নাম হাগ জ্যাকমেন। যিনি নিজেও একজন জনপ্রিয় অভিনেতা।
অ্যাথলেট বডিগার্ড জ্যাকমেন সব সময় আগলে রাখেন কেটিকে। ছবি: সংগৃহীত
৫। বলিউড বাদশাহ শাহরুখ খানের বডিগার্ডের নাম রবি। বছরে এ বডিগার্ডের জন্য শাহরুখকে গুণতে হয় প্রায় ৩ কোটি রুপি। বলিউড মেগাস্টার সালমান খানের বডিগার্ডের নাম শেরা। নিজের নিরাপত্তা নিশ্চিতে সালমান বছরে ২কোটিরও বেশি রুপি খরচ করেন তার পেছনে।