বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের টেকানগর এলাকার কৃষি জমি থেকে শুক্রবার দুপুরে শান্তা বেগম (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শান্তা উপজেলার দাঁতমন্ডল এলাকার মিনহাজ মিয়ার স্ত্রী। তার গলায় ওড়না পেঁচানো ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা জানান, দুপুরে এক কৃষক জমিতে লাশ পড়ে থাকতে পুলিশে খবর দেন। পরে তার লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পড়নে বোরখা ও গলায় ওড়না পেঁচানো ছিলো। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৫