স্পোর্টস ডেস্ক : নোয়াখালী বাদে অন্য দুই দলে পরিচিত মুখই নেতৃত্বভার পেয়েছেন। সিলেট দায়িত্ব দিয়েছে মেহেদী হাসান মিরাজকে। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। মিরাজকে তারা নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল। জাতীয় দলের এই অলরাউন্ডার স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫টি জিতেছেন। সিলেটে জাতীয় দলের পরিচিত মুখদের মধ্যে এছাড়া আছেন নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক। বিদেশিদের মধ্যে আছেন পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, শ্রীলঙ্কার আঞ্জেলো ম্যাথিউজ ও যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪