আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-১৯ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট কাঁঠালতলা মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা স্থানীয় সকলকে মিলে এই নব নির্বাচিত সংসদ সদস্যের পক্ষে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।
প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাকিল মুন্সীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মন্ডল, ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাজু আহম্মেদ ও ছাত্র লীগ নেতা মোঃ ইমাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩১