বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের কয়েক লাখ টাকার মালামাল জব্দ হয়েছে। তবে জব্দ করা মালামাল নিয়ে তিন প্রতিষ্ঠানের ঠেলাঠেলি শুরু হয়েছে। বিকেলে জব্দ হওয়া এসব মালামাল রেলওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। তবে রাত পৌণে নয়টায় এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। জব্দ হওয়া মালামাল হলো জি আই তার। যার মূল্য লাখ টাকা হতে পারে। রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দাবি এসব মালামাল আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সিগন্যাল বিভাগের। আপাতত এগুলোকে পরিত্যক্ত মালামাল হিসেবে দেখানো হয়েছে। এর আগেও আখাউড়ার নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে রেলওয়ের মালামাল চুরি করে বিক্রিতে সহযোগিতার অভিযোগ উঠে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এখন চাকুরিতে নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে সংঘবদ্ধ একটি চোরের দল আখাউড়া রেলওয়ে স্টেশনের সিগস্যাল কাজে ব্যবহৃত হয় এমন কয়েক লাখ টাকার জি. আই তার চুরি করে স্টেশন সংলগ্ন ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স এর অফিসের সামনে এনে রাখে। বিয়য়টি টের পেয়ে স্টেশনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ সদস্যরা ম্যাক্স অফিসের সামনে গেলে চোরের দল মালামাল রেখে পালিয়ে যায়। পরে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যায়।নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশন এলাকার একাধিক ব্যবসায়ি ও স্থানীয় বাসিন্দারা জানান, রেলওয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের মালামাল একটি সংঘবদ্ধ চক্র প্রায়ই চুরি করে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ওই চোরচক্রের সঙ্গে জড়িত। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চক্রটি চোরাই মালামাল নিয়ে যাচ্ছিলো।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে হাজির হয়।আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান জানান, রেলওয়ের মালামাল চুরি হচ্ছে খবর পেয়ে তারা সেখানে গিয়ে রেলওয়ে থানার ওসিকেও দেখতে পান। পরে একটি ভ্যানে করে এসব মালামাল রেলওয়ে থানায় পাঠিয়ে দেওয়া হয়। মালগুলো সিগন্যাল বিভাগের মনে হচ্ছে। তবে তাদের কেউ মালগুলো সনাক্ত করছে না। যাদের মাল তারাই সনাক্ত করে অভিযোগ দিবে।আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন রাত সাড়ে আটটার দিকে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব মালামাল জব্দ করেছেন। এ বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হলে সে অনুযায়ি প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:১১