বিনোদন ডেস্ক : অরহান আওয়াতরামানি ওরফে ওরিকে বলিউডের রহস্যময় স্টার বলা হয়। কোনো তারকা কিডস নন। ক্যারিয়ার জীবনে বড় পর্দা কি ছোট পর্দা কোনোটাতেই কাজ করেননি। তবুও তারকাদের সঙ্গে হরহামেশাই দেখা যায় তাকে। এমনকি ভারতের সবচেয়ে ধনী পরিবার আম্বানি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পারিবারিক অনুষ্ঠানেও নিমন্ত্রণ পান ওরি।

এই ওরিই সম্প্রতি মিডিয়ায় ফাঁস করেছেন, সম্প্রতি প্রেমিক শান্তনু হাজারিকাকে গোপনে বিয়ে করেছেন শ্রুতি। ওরির মুখে এমন খবর শোনার পরই এ তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এ বিষয়ে শান্তনুর কাছে কিছু জানতে চাওয়া হলে তিনি বলেন, যে কোনও সম্পর্কই সময়ের সঙ্গে বিবর্তিত হতে থাকে। তাই বিয়ে প্রতিষ্ঠানকে বিশ্বাস করি না। তার মানে এই নয়, কখনও বিয়ে করব না। তবে এখন বিয়ের কোনো চিন্তা ভাবনা নেই।