বিনোদন ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে গুরুতর আহত হয়েছেন ফাউদা খ্যাত অভিনেতা ইদান আমেদি। তিনি গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ডিফেন্স ফোর্সে যোগ দিয়েছিলেন।
ইদান আমেদি জনপ্রিয় ইসরায়েলি গায়ক তথা গীতিকার নেটফ্লিক্সের জনপ্রিয় শোতে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু গাজায় হামাসের বিরুদ্ধে চলা যুদ্ধে লড়াই করার সময় গুরুতর আহত হয়েছেন তিনি। সম্প্রতি এমনটাই এক ইসরায়েলি ব্যক্তিত্বের পক্ষে জানানো হয়েছে।
অভিয়া লেভি নামক এক ব্যক্তি এদিন এক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, ‘ফাউদার অন্যতম অভিনেতা ইদান আমেদি গাজার যুদ্ধে গুরুতর আহত হয়েছেন। আমরা অত্যন্ত দ্রুত আরোগ্য কামনা করছি।
নেটফ্লিক্সের এই শো-এর জনপ্রিয় অভিনেতা গত বছর ইসরায়েলি ডিফেন্স ফোর্সে যোগ দিয়েছেন। তিনি গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখ যুদ্ধ শুরু হওয়ার পরই দেশের হয়ে লড়াই করার জন্য এই দলে যোগ দেন। অক্টোবরের ১২ তারিখ একটি ভিডিওয় পোস্ট করেছিলেন, সেটা তিনি পোস্ট করে জানিয়েছিলেন যে এটা কোনও সিনেমা বা সিরিজের দৃশ্য নয়। ইদানের পোস্ট অনুযায়ী ‘ফাউদার দৃশ্য নয় এটা, বাস্তবে এমনটা ঘটছে।’
গাজার খান ইউনিসের একটি জায়গায় যুদ্ধরত অবস্থায় আহত হয়েছেন ইদান। গ্রিসে ইসরায়েলের যে দূতাবাস আছে, সেখানের তরফেও তাঁর আরোগ্য কামনা করা হয়েছে। তাঁরা তাঁদের পোস্টে লেখেন, ‘বিখ্যাত মিউজিসিয়ান, গায়ক এবং ফাউদার অভিনেতা ইদান আমেদি গাজার খান ইউনিসে গুরুতর আহত হয়েছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:০৫