ডেস্ক নিউজ : ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা সহিংসতা করে কেউই পার পাবে না। দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট র্যাব।’
ওআইভিএস সম্পর্কে তিনি বলেন, ভোটারর ভোট কেন্দ্র আসবে। এই কেন্দ্রের যারা ভোটার না, যারা সন্ত্রাসী কার্যক্রম করতে আসবে। তাদেরই আমরা এই ডিভাইসের মাধ্যমে শনাক্ত করব।
তিনি বলেন, সকালে থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরেছি। সহিংসতা, সন্ত্রাস ও আত্মঙ্ক ছিল, এগুলো থাকবে, অতীতেও ছিল। এর আগেও ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন করেছি। তখনও আতঙ্ক ছিল, তবে আমরা ভোটের পরিবেশ তৈরি করেছি। আমাদের সক্ষমতা দিয়ে ভোটের শৃঙ্খলা ফিরিয়েছি, যার ফলে মানুষজন এসে নিবিগ্নে ভোট দিচ্ছে।
র্যাব ডিজি বলেন, নির্বাচনের আগে আতঙ্ক তৈরি করেছিল বিএনপি-জামায়াত। যারা ভোট প্রতিহত করতে চেয়েছিল, নিরাপত্তায় আমাদের যে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, তাতে তারা পরাজিত হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের পরও নাশকতা প্রতিহত করার মতো ব্যবস্থা আমাদের রয়েছে।
ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, শীতের কারণে ভোটার উপস্থিতি কম রয়েছে। তবে সন্তোষজনক। সাধারণত দেখা যায়, মহিলা ভোটাররা সকালের দিকে আসেন। আর পুরুষ ভোটাররা দুপুরের পর আসেন। অনেক কর্মজীবী আছেন, তারা বিকালের দিকে আসেন।
কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৩