বিনোদন ডেস্ক : ‘টুয়েলভথ ফেল’ বর্তমানে সবার মন জয় করে নিয়েছে। কারও না কারও জীবনের সঙ্গে কোন একটি জায়গায় মিলে গেছে এই সিনেমার গল্প। আর তাতেই আবেগে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। সিনেমাটি গত ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
এরপর ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। মনোজ কুমার শর্মা অর্থাৎ যার জীবনের গল্পের উপর ভিত্তি করে ‘টুয়েলভথ ফেল’ ছবিটি বানানো হয়েছে তার সঙ্গে দেখা করলেন এই ছবির পরিচালক। ছবিটি মনোজ নামের এক ব্যক্তির সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়। ‘টুয়েলভথ ফেল’-এ বিক্রান্ত যে চরিত্রে অভিনয় করেছেন সেই আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার সঙ্গে আগে দেখা করেছিলেন পরিচালক। সেই ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন ছবিটির পরিচালক বিধু বিনোদ চোপড়া।
সেই ভিডিওতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার সঙ্গে তার স্ত্রী আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীকেও দেখা গেছে। ছবিটির স্ক্রিপ্ট পড়ার সময় তাদের দেখা হয়েছিল। তখন পরিচালককে দেখেই অঝোরে কেঁদে ফেলেন মনোজ। ভিডিওতে মনোজ যখন কাঁদছেন তাকে জড়িয়ে ধরেছেন পরিচালক। ‘টুয়েলভথ ফেল’ বক্স অফিসে তেমন সাড়া পায়নি। তবে সাধারণ মানুষের মনে যে জায়গা করে নিয়েছে অনেকদিন সেই জায়গাতে দাগ কাটা থাকবে।
কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৫