বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ৫০ ভাগ সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসনটিতে জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এ প্রার্থী শাহ জামাল রানা। পূর্বের নির্বাচনের ঘটনার প্রেক্ষিতে তিনি এমন কথা বলেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শাহ জামাল রানা আরো বলেন, ‘আমার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে অনুভব করি। ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। গণমাধ্যম কর্মীরাও প্রচার ও প্রকাশে সহযোগিতা করেছে।’
নির্বাচিত হতে পারলে প্রথমেই তিনি খেলাধুলার গৌরব ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি একজন ক্রীড়ানুরাগী মানুষ। মোহামেডান স্পোটিং ক্লাবের একজন নির্বাচিত পরিচালক। সেই হিসেবে প্রথমেই বলবো যদি নির্বাচিত হতে পারি ব্রাহ্মণবাড়িয়ার খেলাধুলার গৌরব ফিরিয়ে আনা হবে। বেকারত্ব দূরীকরণে শিল্প কারখানা স্থাপনের পদক্ষেপ নিবো।’
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:১৫