বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কনকনে শীত। তবে প্রচারণায় বাড়লো গতি। কুয়াশা সিক্ত সকালে একযোগে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে ব্রাহ্মণবাড়িায় আখাউড়ায়। ব্রাহ্মণবাড়িয়া- (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির এমন প্রচারণা চালানো হয়।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, শুক্রবার বিকেলে আখাউড়া পৌর এলাকায় নির্বাচনী জনসভার ডাক দেওয়া হয়। তবে সকাল আটটায় প্রচারণার সময় শেষ জানতে পেরে ওই জনসভা বাতিল করা হয়। পরে শুক্রবার সকাল সাতটা থেকে আটটা নাগাদ বাড়ি বাড়ি গিয়ে একযোগে ভোটের প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়। এরই আলোকে সকাল সাতটা থেকে পৌর এলাকার রাধানগর, দেবগ্রাম, তারাগন, মসজিদ পাড়া, খড়মপুর, দুর্গাপুর এলাকায় মন্ত্রীর পক্ষে লিফলেট বিতরণ করা হয়। নেতা-কর্মীরা দলে দলে বিভক্ত হয়ে প্রচারণা চালান।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলায় মোট কেন্দ্র কমিটি ৪৪টি। একেক কমিটিতে ১০১ থেকে ৪০১ জন সদস্য। সব মিলিয়ে ১২ হাজারের বেশি তালিকা। এর বাইরেও কাজ করছেন নারী কর্মীরা। ওই তালিকার লোকজন ভোটার টানবেন। মোট ভোটার এক লাখ ২৬ হাজার ২০৪ জন। সেই হিসেবে একেকজন কর্মী ১০ জন করে ভোটার টানলে শতভাগ ভোটার আনা সম্ভব। আখাউড়া উপজেলা আওয়ামীলীগ দাবি করেছে, তারা যেভাবে ছক কষেছেন তাতে ভোটার টানা খুব একটা কষ্ট হবে না। ব্যাপক ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদী আওয়ামী লীগ। ভোট নিয়ে জনগণের উচ্ছ্বাস তাদেরকে আরো বেশি আশাবাদী হয়ে উঠেছেন তারা।
বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপজেলা আওয়ামী লীগের মত বিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করা হয়। পৌর কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময়কালে মূল বিষয়বস্তু তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া, মো. রফিকুল ইসলাম, দীপক কুমার ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, প্রেস ক্লাব সভাপতি মো. মানিক মিয়া প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন, বর্তমান সংসদ সদস্য আইন, বিচার ও সংসদ সদস্য আনিসুল হক। এছাড়া বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. শাহীন খান। তবে হেভিওয়েট প্রার্থী আনিসুল হক এর সঙ্গে অন্য প্রার্থীরা কুলিয়ে উঠতে পারবেন না বলে এক প্রকার নিশ্চিত হয়ে আছে। এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করে ও চার হাজার বেকার যুবক-যুবতীকে চাকরি দিয়ে আইনমন্ত্রী এলাকায় বেশ জনপ্রিয়। বিপরীতে অন্য দুই প্রার্থীর তেমন পরিচিতি নেই। যে কারণে নির্ভার আনিসুল হক। তবে দুই উপজেলাতেই তার পক্ষে প্রচারণার কমতি নেই।
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০৮