পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা নৌকার বিজয়ের লক্ষ ভোটারদের মাঝ গণসংযোগ করেন। (২ জানুয়ারি) সকাল থেকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারনা প্রচারণা চালান। জিউপাড়া ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ করেন।
জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়াসহ বিভিন্ন গ্রামে ভোটারদের মাঝে নৌকার প্রচারনা করেন। এছাড়াও বিভিন্ন বাজার এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে সাধারন নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে পথ সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারও পুঠিয়া উপজেলা, জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/রাত ৯:১৮