আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি শহরে বিমান হামলায় অন্তত ২০ জন নিহত আর শতাধিক মানুষ আহত হওয়ার পর ইউক্রেনে ড্রোন হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। এর আগে শুক্রবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত হয়েছে অন্তত ৩৯ জন।
বেলগোরোদে ইউক্রেনের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে ইউক্রেনের একটি নিরাপত্তা সূত্র জোর দিয়ে বলেছে যে, শনিবারের অভিযানে শুধুমাত্র রাশিয়ার সামরিক অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এর আগে শুক্রবার রাশিয়া ইউক্রেনজুড়ে হামলা চালানোর পরে এই পালটা হামলার ঘটনা ঘটলো। ওই হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।
দুই পক্ষের চলমান যুদ্ধে এটি রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র বোমা হামলা বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেন ২০২৩ সালের শেষ দিনে প্রবেশ করার সাথে সাথে সর্বশেষ এই হামলার ঘটলো ঘটলো। ইউক্রেনের সামরিক প্রশাসন যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে যে, রাজধানী কিয়েভের আশেপাশের অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার গভীর রাত থেকেই কাজ করছে।
মেয়র ইহর তেরেখভ টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কোন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। বরং ক্যাফে, আবাসিক ভবন এবং অফিসে হামলা হয়েছে। নববর্ষের প্রাক্কালে, রাশিয়ানরা আমাদের শহরকে ভয় দেখাতে চায়, কিন্তু আমরা ভয় পাই না – আমরা ভাঙবো না এবং আমাদের কেউ হারাতে পারবে না। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি সেইসাথে এখনও কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৫