মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম, সরওয়ার জাহান বাদশাহ নৌকায় ভোট না দিলে সোজা করে দেওয়ার হুমকি দিয়েছেন। সোমবার রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এক নির্বাচনী সভায় তিনি ভোটারদের উদ্দেশ্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
মঙ্গলবার তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও ক্লিপে বাদশাহ্কে বলতে শোনা যায়, যার মনে যাই থাকুক না কেন, যারা নাচানাচি- গুতাগুতি করুক না কেন, নৌকা মার্কায় বাদশাহ্কে ভোট দিতেই হবে। এর কোন বিকল্প নাই। উল্টাপাল্টা দুই এক জন করছে, সোজা করে দেবো কিন্তু। আজকের পরে যদি উল্টাপাল্টা কথা আর শুনি তাহলে সোজা করে দেব। এটা মনে রাইখেন। আমি কে আপনারা চিনেন এবং জানেন।
আমি বেশি কথা বলব না। আমার এখানে যারা আছে ভোট আমাকে দিতে হবে পরিষ্কার কথা। কিভাবে ভোট কেন্দ্রে যাবেন, কিভাবে ভোট দিবেন এবং আমাকে ৫০% ভোট দিতেই হবে। এই মরিচা-ফিলিপনগরে (বাদশাহ্র নির্বাচনী এলাকার দুটি ইউনিয়নের নাম) আমি ভোট চাইতে আসবো না। এখানকার মানুষের আমাকে নিজ দায়িত্বে ভোট দিতে হবে। এ ব্যাপারে কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:১৪