জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আওয়ামী লীগের একতরফা ডামি নির্বাচন বর্জন , অসহযোগ আন্দোলনের জনমত তৈরি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপি’র ১৩তম দফায় ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে কাওরানবাজার থেকে বাংলামোটর মোড় পর্যন্ত মিছিল এবং সড়ক অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ ২৪ ডিসেম্বর(২০২৩) রোববার দুপুরে এই মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব। মিছিলের শেষ পর্যায়ে সোনারগাঁও হোটেলের পাশ থেকে পুলিশ ও র্যাব একযোগে মিছিলে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার,সহ সাধারণ সম্পাদক জামিল মুরসালিন,সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি(সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক শাফি আল আমান,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন,গ্রীন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হুমায়ন ইসলাম নাহিদ,ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি পিয়াল হাসান,সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ,তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি সেলিম রেজা,সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আল মাহমুদ,সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,সহ সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন,ছাত্রনেতা হারুন অর রশিদ,তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সরকার,১নং যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ সেলিম হোসেন,সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ,সহ সাধারণ সম্পাদক মাহিন আহমেদ,সহ সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রনি,সমাজ সেবা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো: সালাহ্ উদ্দিন,ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা জসিম উদ্দিন,মো: আরিয়ান রুবেল,মো:রিয়াজ উদ্দিন,তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রকি,মো:রাহাত,মো:রুবেল,শেরেবাং
কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৪