স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের সঙ্গী আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে সঙ্গে নিয়ে সৌদি আরবে আমুদেই আছেন। দেশটির প্রাচীন শহর আলউলা ভ্রমণ করেছেন তারা। বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ এখানে অবস্থিত।
সেখানে তিনি লিখেছেন, সৌদি আরবে বিশ্ব ঐতিহ্য আলাউলে অবস্থিত বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ পরিদর্শনে আমরা। সেখানে নৈশভোজ করেছি। সময়টা বেশ উপভোগ করেছি। তিনি আরও লেখেন— আলাউলা শান্তি ও ভালোবাসার প্রতীক। এর আগে বুধবার আল-নাসর তারকা রোনাল্ডো একটি ছবি পোস্ট করে লিখেছেন—আলাউলায় অসাধারণ মানবিক ও প্রাকৃতিক ঐতিহ্য দেখে বিস্মিত।
রোনাল্ডো আল-নাসর ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর গত বছর জানুয়ারিতে এই দম্পতি সৌদি আরবে চলে যান।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০৩