স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল ভক্তদের। বয়সটা ৩৬ ছুঁয়ে ফেললেও এই মহাতারকাকে পরের বিশ্বকাপেও দেখতে চান তার ভক্তরা। মেসি এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু না জানালেও ভক্ত এবং গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রেই রয়েছে বিষয়টি। এবার এই বিষয়ে নিজের মতামত জানালেন ফিফা সভাপতি।
কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত পরবর্তী বিশ্বকাপে মেসিকে দেখতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে ফিফা কর্তা জানিয়েছেন, ‘পরবর্তী আসর, তার পরের বিশ্বকাপ এবং ২০৩৪ সালেও। যতদিন পর্যন্ত সে (মেসি) খেলতে চায়! কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি জানালেন, আরও খেলতে চান। তবে সেটা কতদিন পর্যন্ত এখন পর্যন্ত জানাননি মেসি।
কাতার বিশ্বকাপের পর থেকে মেসি ভবিষ্যৎ নিয়ে যতবারই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, ততবারই তিনি একেকটি বছর ও টুর্নামেন্টকে কেন্দ্র করে ভাবার কথা জানান। তার আপাতত লক্ষ্য আলবিসেলেস্তেদের হয়ে ২০২৪ কোপা আমেরিকায় খেলা। পরবর্তী সিদ্ধান্ত তিনি নিজের ফিটনেস ও ফর্মের ওপর ভিত্তি করে নিতে চাওয়ার কথা একাধিক বারই বলেছেন।
এ প্রসঙ্গে মেসি ইতোমধ্যে বলেছেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি সেখানে থাকব না। কারণ, যেকোনো কিছু হতে পারে। মূল কারণ আমার বয়স। আমার সেখানে না থাকাটাই স্বাভাবিক। এরপর দেখা যাবে। যতদিন পর্যন্ত মনে হবে আমি ভালো আছি এবং দলে অবদান রাখতে পারি ততদিন পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। এখন আমি কেবল কোপা আমেরিকায় যাওয়ার কথাই ভাবছি। এরপর সময় বলবে আমি সেখানে (বিশ্বকাপে) থাকব কি থাকব না।’
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:৩৮