স্পোর্টস ডেস্ক : ভারত ও পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটিদের একজন সানিয়া মির্জা। ভক্তদের সঙ্গে ব্যক্তিগত ও পেশাদার জীবন ভাগ করে নিতে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। এবার ইনস্টাগ্রামে নতুন লুকে দেখা গেছে এই টেনিস তারকাকে। খবর জিও নিউজের।
এছাড়াও নানা গহনা পরেছেন তিনি। সোনালি লকেট, এক জোড়া পাতলা ঝুলন্ত কানের দুল, ব্রেসলেট এবং কয়েকটি আংটি পরেছেন সানিয়া মির্জা। এতে তাকে বেশ আকর্ষণীয় লাগছে বলে মন্তব্য করেছে তার ভক্তরা।
সাবেক এই টেনিস তারকা খুব হালকা মেকআপ করলেও তাকে দেখতে খুব গর্জিয়াস লাগছিল। কয়েকটি ইমোজিসহ ছবির পোস্টটি আপলোড হওয়ার এক ঘন্টার মধ্যে ২৯ হাজারেরও বেশি লাইক এবং বেশ কয়েকটি মন্তব্য পরেছে। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের কারণে সানিয়া শুধু ভারতেই নয়, পাকিস্তানেও খ্যাতি অর্জন করেছেন। এ দম্পতি ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের পাঁচ বছরের একটি ছেলে ইজহান মির্জা মালিক রয়েছে।
গত বছর বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ার পরে তাদের সম্পর্ককে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তবে সানিয়া বা শোয়েব কেউই এখনও তাদের বিচ্ছেদ বা বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেননি।
কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪