বিনোদন ডেস্ক : হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, হানিয়া আমির, র্যাপার বাদশা ও পাঞ্জাবি গায়ক-র্যাপার করণ আউজলা ঘুরে বেড়াচ্ছেন দুবাইয়ে।
ইনস্টাগ্রামে হানিয়ার পোস্ট করা তাদের তিনজনের বেশকিছু স্থিরচিত্র ও ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়া একটি সেলফিতে হাস্যোজ্জ্বল বাদশা ও হানিয়াকেও দেখা গেছে। এর বাইরে বাদশার একক ছবিও পোস্ট করেছেন হানিয়া।
পোস্টের ক্যাপশনে হানিয়া লেখেন, ‘বাচ্চারা কেনাকাটা করতে গিয়েছিল।’
হানিয়ার সেই পোস্টে অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একজন লেখেন, সে সবার সঙ্গে বন্ধু।’ আরেকজন লেখেন, ‘আমি আবেগপ্রবণ।’
নেটিজেনদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন: ‘হানিয়া কি বাদশাকে ডেট করছেন? মৃণাল ঠাকুরের এখন কী হবে?’হানিয়া ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন। তারপর অনেক হিট নাটকে কাজ করেছেন এ অভিনেত্রী। ‘তিতলি’-তে তার অভিনয়ের জন্য ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪৮