এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ক্যান্সার আক্রান্ত ছেলে ইয়াছিন আরাফাতের চিকিৎসার জন্য বৃত্তবানের সহায়তা চেয়েছেন অসহায় এক মা আমিরোন্নেছা। ইয়াছিন আরাফাত উপজেলার আন্দারকোটা গ্রামের হায়দার আলীর ছেলে ও আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।আমিরোন্নেছা বলেন, দুই মেয়ে ও ছেলেকে রেখে আমার স্বামী ১৩ বছর আগে স্টোকে মারা গেছে। এক মেয়ে বিয়ে হয়ে গেছে। এক মেয়ে ও ছোট সন্তান ছেলে কে বুকে আকড়ে ধরে বেঁচে আছি। ছেলেটা স্কুলে লেখাপড়ায় খুব ভলো ছিলো। হঠাৎ তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। আমার সহায়-সম্পত্তি ভিটা মাটি যা ছিলো সব বিক্রি করে ছেলের চিকিৎসা করে আসছি। তার চিকিৎসা ব্যয়ে ইতোমধ্যে ভিটামাটি সব শেষ হয়ে গেছে।বর্তমানে স্বামীর ভিটাও না থাকায় চৌগাছা পৌর শহরের পান্টিপাড়া গ্রামে বৃদ্ধ পিতা ভ্যানচালক সোনা মিয়ার বাড়ীতে এক মেয়ে ও ছেলেকে নিয়ে রয়েছি। টাকার আভাবে ছেলেকে ওষুধ কিনে খাওয়াতে পারছিনা। ফলে ছেলে আরো অসুস্থ্য হয়ে পড়ছে। আমি ছেলের শোকে দুচোখে অন্ধকার দেখছি। ছেলের জীবন বাঁচাতে আকুতি জানিয়ে সব হৃদয়বান প্রবাসি ও দানশীল ব্যক্তির কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তিনি।
সরেজমিনে মঙ্গলবার (২৮ নভেম্বর) চৌগাছা পৌর শহরের পান্টিপাড়া গ্রামে সোনা মিয়ার বাড়ীতে (আরাফাতের নানা বাড়ী) দেখা যায় অসুস্থ্য আরাফাত একটি ঝুঁপড়ি ঘরের বারান্দায় শুয়ে রয়েছে। এ সময় সে জানায় জীবন ভালোই চলছিল। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে স্কলে যাওয়া বন্ধ। আমার চিকিৎসা ব্যয়ে ইতোমধ্যে ভিটামাটি সব শেষ হয়ে গেছে। এখন আমরা সহায়সম্বলহীন। টাকার অভাবে প্রায় ২ মাস ওষুধ খেতে পারিনি। দিন দিন শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে।নানা সোনা মিয়া বলেন, বৃদ্ধ বয়সে শরীরটা নুয়ে পড়েছে। কোন মতে ভ্যান ঠেলে জীবিকা নির্বাহ করি। মেয়ে ও তার দুই সন্তানকে থাকার জন্য কেবল আশ্রয়টুকু দিতে পেরেছি। তার ছেলের চিকিৎসা ব্যায় করার আমার পক্ষে সম্ভব নয়। তিনিও নাতি ছেলের জীবন বাঁচাতে দানশীল ও প্রবাসী ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন।সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার-০১৭৫৬-০১৬৩৭৬। এ ছাড়াও ন্যাশনাল ব্যাংক চৌগাছা শাখা হিসাব-১০৮৪০০৩৫১৫৪৬৬।
কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৩/বিকাল ৪:২৫