মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী- ২ নির্বাচনী এলাকা পলাশ আসনে তৃতীয় বারের মতো আওয়ামিলীগের মনোনয়ন পেয়েছেন পলাশ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাংসদ ডা.আনোয়ারুল আশরাফ খান দীলিপ। মনোনয়ন পাওয়ার পরদিনই আজ (২৭ নভেম্বর) সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ। সকালে নির্বাচনী এলাকার আমদিয়া ইউনিয়নের কান্দাইল বাসস্ট্যান্ডে আনোয়ারুল আশরাফ খান দীলিপকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান, আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত, ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেরউল হাই, জিনারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, পাঁচদোনা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আবদুল হাই মাষ্টার, আমদিয়া ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউপি সদস্য রুবেল মিয়া, ইউপি শফিকুল ইসলাম, ইউপি সদস্য কাউসার, ইউপি সদস্য পারভীন বেগম, ইউপি সদস্য আমেনা, ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আবদুল মজিদ, বিপ্লব, কিরন প্রধান, আজিত, শাহিন, দেলোয়ার হোসেন, আরিয়ান শাহীন, সেকান্দার, ফরিদ, প্রমুখ। এসময় আরো উপস্থিত আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। উল্লেখ, ২০০৯ সালে প্রথমবার নরসিংদী -২ নির্বাচনী এলাকা পলাশ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খানকে পরাজিত করে নৌকা প্রতীকে জয়লাভ করেন ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ।
কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৩১