বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা এ সময়ের আলোচিত অভিনেত্রী। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে শোবিজে পা রাখে লুবাবা। সেই থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি। নিয়মিতই কাজ করে যাচ্ছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। লুবাবা এখন পড়াশোনা করছে ষষ্ঠ শ্রেণিতে। তবে মাঝে মাঝেই ট্রলের শিকারও হতে হয়েছে নেটদুনিয়ায়।
লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, আমার মেয়ে এবারই প্রথম এমন একটি চরিত্রে অভিনয় করল। শুধু তাই না, এবারই প্রথম অভিনয়ে ও শাড়ি পরেছে। প্রধান চরিত্রে কাজ করেছে লুবাবাই। সব মিলিয়ে ভালো একটি কাজ আসছে বলে আশা করছি।
নির্মাতা রানা বর্তমান বলেন, চরিত্রের প্রয়োজনেই লুবাবাকে এমন লুক নিতে হয়েছে। একজন শিশুশিল্পীকে বৃদ্ধার রূপে তুলে আনাটা খুব কঠিন। আমি চেষ্টা করেছি, সেখান থেকে নতুন কিছু করার। এতে বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে তাকে। তবে ওর চরিত্রটি নিয়ে এখন কিছু বলতে চাই না। গল্পে দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা বলা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৪৪