আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৪ নভেম্বর) মস্কোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জার্নি কনফারেন্সে পুতিন এমন ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দ্য বিজনেস ইনসাইডার। এদিন শক্তিশালী প্রযুক্তিটির ওপর পশ্চিমা দেশগুলোর প্রভাব মোকাবিলায় নিজেদের এআই বিকাশের জন্য একটি নতুন জাতীয় কৌশল পরিকল্পনার ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ সময় ভ্লাদিমির পুতিন দুঃখ প্রকাশ করে বলেন, বিদ্যমান জেনারেটিভ এআই মডেলগুলো রাশিয়ার সংস্কৃতিকে উপেক্ষা করে পক্ষপাতমূলকভাবে কাজ করছে। কারণ এই মডেলগুলো প্রায়ই কেবল ইংরেজি ডেটা সেট বা তাদের ডেভেলপারদের সুবিধা মতো ডেটা সেট ব্যবহার করে কাজ করতে প্রশিক্ষিত। এতে ডিজিটাল স্পেসে রাশিয়ার এক ধরনের বিলুপ্তি ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, একটি অ্যালগরদিম মেশিনকে বলতেই পারে যে রাশিয়া বা রাশিয়ার সংস্কৃতি, বিজ্ঞান, সঙ্গীত এবং সাহিত্যের কোনো অস্তিত্ব নেই।
কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৩৩