বিনোদন ডেস্ক : সুপারস্টার শাকিব খান, প্রযোজক আশরাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ মানেই বুঝি হিট সিনেমার আগমন। এবার এই তিনজনের প্রচেষ্টাতেই নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।
মার্কিন নায়িকা কুটনি কফিকে নিয়ে এর আগে জমজমাট আয়োজনে মহরত হয়। এরপর পরিচালক হিমেল আশরাফ ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি দেন। সেটি ব্লকবাস্টার হয়।
‘রাজকুমার’ সিনেমা নিয়ে নায়ক কিছু বলেননি, তবে বলেছেন প্রযোজক ও পরিচালক। একটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর থেকে ‘রাজকুমার’এর শুটিং শুরু হবে পাবনায়।’
তিনি আরও বলেন, ‘এ দিন নির্ধারণ করা হয়েছে; কারণ আমার বাবা মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন। তার প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকেই আমরা শুটিং শুরুর দিন হিসেবে নির্ধারণ করেছি।’
পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘রাজকুমারের শুটিং শুরু হবে পাবনায়। শেষ হবে আমেরিকায়।’
শোনা যাচ্ছে, ‘রাজকুমার’ মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫৫