আন্তর্জাতিক ডেস্ক : গত রোববার (১৯ নভেম্বর) এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে। রসগোল্লা কম পড়া নিয়ে মারামারিতে ছয়জন আহত হয়েছেন। পরে হতাহতের ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার মধ্যরাতে শামসাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
শামসাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনিল শর্মা বলেছেন, এই ঘটনায় ছয়জন আহত হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তারা এখন বিপদমুক্ত। তিনি জানান, স্থানীয় ব্রিজভান কুশওয়াহার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল … অনুষ্ঠানে, এক ব্যক্তি রসগোল্লা কম পড়েছে বলে মন্তব্য করেন।
মূলত ওই মন্তব্য থেকেই বিষয়টি একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এতে ভগবান দেবী, যোগেশ, মনোজ, কৈলাশ, ধর্মেন্দ্র ও পবন নামে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে, গত বছরের অক্টোবরে আগ্রার ইতমাদপুরে একটি বিয়ের অনুষ্ঠানে মিষ্টি কম পড়া নিয়ে মারামারিতে এক ব্যক্তি নিহত হন।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/রাত ৮:৪০