স্পোর্টস ডেস্ক : আগামী বছর ভারতে পাঁচ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। জুনে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন স্টোকস। চাপ সামলে ফিটনেসও ফিরে পেতে চান এই অলরাউন্ডার।
তাছাড়া স্টোকস বর্তমানে হাঁটুর চোটে ভুগছেন। চোট থেকে সেরে উঠতে অপারেশনও করাতে হবে তাকে। অপারেশন শেষে দ্রুত সুস্থ হওয়াই তার লক্ষ্য। স্টোকস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও তাকে ছাড়া হবে কি না, সে ব্যাপারে চেন্নাই এখনও কিছু জানায়নি। তবে বিবৃতিতে তারা স্টোকসের প্রতি সাপোর্টিভ বলে জানিয়েছে।
প্রসঙ্গত, নিলাম থেকে ১৬.২৫ কোটি রুপিতে স্টোকসকে দলে নিয়েছিল চেন্নাই। যদিও চোটের কারণে পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। ২ ম্যাচ খেলে ১৫ রান করেছিলেন, ছিলেন উইকেটশূন্যও।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/রাত ৮:২৯