স্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ও ভারত এর আগে মুখোমুখি হয়েছে ১০ বার। যেখানে ভারতের ৫ বার সিরিজ জয়ের বিপরীতে অজিদের সিরিজ জয় ২টি। ড্র হয়েছে ৩টি সিরিজ। টি-টোয়েন্টিতে দুদল মুখোমুখি হয়েছে ২৬ ম্যাচে। সিরিজ জয়ের মতো ম্যাচ জয়েও এগিয়ে ভারত। তাদের ১৫ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ১০ ম্যাচে। একটি ম্যাচে কোনো ফল হয়নি।
টি-টোয়েন্টিতে মুখোমুখি দেখায় সবচেয়ে বেশি রান করার তালিকায় সেরা পাঁচ জনের তিন জনই অস্ট্রেলিয়ান। ৭৯৪ রান নিয়ে বিরাট কোহলি সবার শীর্ষে অবস্থান করছেন। তবে এই সিরিজে খেলছেন না সময়ের সেরা ক্রিকেটার। অ্যারন ফিঞ্চ ১৮ ম্যাচে করেছিলেন ৫০০ রান, এই অজি অবসর নিয়েছেন বছরখানেক আগে। গ্লেন ম্যাক্সওয়েল ১৯ ম্যাচে করেছেন ৪৩৮ রান। রোহিত শর্মা ৩৯২ ও ম্যাথু ওয়েড করেছেন ৩৫৯ রান।
উইকেটশিকারিদের মধ্যে সবার শীর্ষে অবস্থান জাসপ্রিত বুমরাহর। ১৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন তিনি। তিনিও নেই এবারের সিরিজে। অ্যাডাম জাম্পা ১২, শেন ওয়াটসন ১০, রবিচন্দ্রন অশ্বিন ১০ ও ভুবনেশ্বর কুমার নেন ৯ উইকেট।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫