প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারকি এলাকা থেকে খালি একটি পিকআপ দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় পৌচ্ছার মাত্র কয়েক জন যুবক পিক আপ ভ্যানটিকে গতিরোধ করে আগুন দেয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যান।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান,বাইপাস সড়কে একটি পিকভ্যানে আগুন দেয় কয়েকজন যুবক। পুলিশের ধারনা করছে বিএনপির নেতাকর্মীরা এই কাজ করে থাকতে পারে।
কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:২৮