বিনোদন ডেস্ক : গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) মুক্তি পায় তার ছবি ‘তেজস’। এবার যেন ভরাডুবির পালা। ‘মণিকর্ণিকা’, ‘থালাইভি’ কিংবা ‘পঙ্গা’— একের পর এক মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার। হাল না ছাড়লেও সফল হতে পারেননি তিনি। ‘তেজস’ ভাল করবে বলে আশা ছিল তার। তবে বক্স অফিস রিপোর্ট হাতে আসতেই স্পষ্ট হল, না, এবারও হলো না।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮