স্পোর্টস ডেস্ক : শনিবার (২১ অক্টোবর) জামালদের পুরস্কৃত করার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। গত ১৭ অক্টোবর কিংস অ্যারেনায় বাঁচা-মরার ম্যাচে র্যাঙ্কিংয়ে ৩৪ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশকে দারুণ এক জয় উপহার দিয়েছিল জামাল বাহিনী।
এর আগে প্রাক বাছাইয়ের প্রথম রাউন্ডের প্রথম লেগে মালদ্বীপকে তাদের দেশে ১-১ গোলে রুখে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে জামালরা। তাদের এমন অর্জনকে স্বীকৃতি জানাতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। পুরো দলের হাতে তুলে দেয়া হবে ৬০ লাখ টাকা। তবে কে কত টাকা পাবেন, সেটি উল্ল্যেখ করেননি তিনি।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০