ঝালকাঠি প্রতিনিধি :-ঝালকাঠিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসন, ঝালকাঠি উপজেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার আয়োজনে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার শাখার অফিসার ঝন্টু বিকাশ চাকমার সঞ্চালনায়, উপপরিচালক স্থানীয় সরকার ঝালকাঠি লতিফা জান্নাতি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব ফারাহ গুল নিঝুম, বিশেষ অতিথি লিয়াকত আলী তালুকদার, মেয়র
ঝালকাঠি পৌরসভা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ, ঝালকাঠি উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক আকন্দসহ সদর উপজেলা ইউনিয়ন পরিষদের সচিবগন।অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন ।
কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৩