স্পোর্টস ডেস্ক : সাবিনা খাতুনের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ। এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টের শেষটা অন্তত জয়ে রাঙানোর সম্ভাবনা তৈরি হলো তাতে। কিন্তু ভাগ্যে অন্য কিছু থাকলে যা হয়। শেষদিকে গোল আদায় করে সাইফুল বারী টিটুর শিষ্যদের জয় বঞ্চিত করল নেপাল।
বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ৪৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে এগিয়ে যায় টিটুর শিষ্যরা। ৮৩ মিনিটে রেখা পৌডেল সমতায় ফেরান নেপালকে।
গত বছর এই নেপালকে হারিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশ। এরপর গত জুলাইয়ে ঢাকায় দুই ম্যাচের প্রীতি সিরিজে মুখোমুখি হয় দুই দল। সিরিজের দুটি ম্যাচই ড্র হয়।
এশিয়ান গেমসে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ এর আগে নিজেদের প্রথম ম্যাচে জাপান ও দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের সঙ্গে ৮-০ ও ভিয়েতনামের সঙ্গে ৬-১ গোলে হেরেছিল সাবিনারা।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০