স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে নাপোলিকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ওসিমেন। দলকে শিরোপা জেতানোর পথে করেছিলেন ২৬ গোল, করিয়েছেন আরও ৫টি। তবে গত রোববার তার পেনাল্টি মিসে ক্লাবের পক্ষ থেকে টিকটকে ট্রল করা ভিডিও নিয়েই সোরগোল শুরু হয়। যদিও টিকটক থেকে সেই ভিডিও মুছে দেয়া হয়েছে। তবে তাতেও ক্ষোভ কমেনি ওসিমেনের।
২৪ বছর বয়সী এই স্ট্রাইকার ২০২০ সালে ফরাসি ক্লাব লিল ছেড়ে নাপোলিতে যোগ দেন। এরপর নতুন ক্লাবের হয়ে একজন গোলমেশিনে পরিণত হন তিনি। তবে গত রোববারের ঘটনার পর নাপোলির জার্সি পরা সকল ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন ওসিমেন। শুধু তাই নয়, ওসিমেনের এজেন্ট বলেছেন ট্রল করে ভিডিও পোস্ট করায় ক্লাবের বিপক্ষে আইনি ব্যবস্থা নেয়ারও অধিকার আছে তার।
ওসিমেনের এজেন্ট রবার্তো কালেন্দা টুইটারে লিখেছেন, ‘নাপোলির অফিশিয়াল টিকটক প্রোফাইলে যেটা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়। এই ভিডিও যেটা দিয়ে ভিক্টরকে ট্রল করা হয়েছে, পরে ডিলিট করা হয়েছে, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও ভিক্টরকে রক্ষা করার জন্য অন্য পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের আছে।’
গত মৌসুমের চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে তেমন ভালো করতে পারছেন না। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে নাপোলি। তবে বুধবার রাতে উদিনেসের বিপক্ষে ৪–১ ব্যবধানে জয় পেয়েছে তারা। সেই ম্যাচে পেনাল্টি পেলেও তা নিতে দেয়া হয়নি ওসিমেনকে।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৫