স্পোর্টস ডেস্ক : ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। কিন্তু বিশ্বকাপ খেলা হয়নি একবারও। এবার অবশ্য জোরালো সম্ভাবনাই ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই আশা শেষ হয়ে গেল। পায়ের চোট থেকে সেরে না ওঠায় ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন না অ্যাশটন অ্যাগার।
২৯ বছর বয়সী অ্যাগারকে রেখেই ঘোষিত হয়েছিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড। বাঁহাতি এই স্পিনারের বাদ পড়া নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টস খবরটি নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৫ টেস্ট, ২২ ওয়ানডে ও ৪৭টি টি-টোয়েন্টি খেলেছেন অ্যাগার। সবশেষ খেলেছেন দক্ষিণ আফ্রিকা সফরে, সিরিজের প্রথম ওয়ানডেতে। ম্যাচটিতে বল হাতে ৪০ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অষ্টম উইকেটে মারনাস লাবুশেনের সঙ্গে গড়েন ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি।
১১৩ রানে ৭ উইকেট হারানোর পরও লাবুশেনের ৮০ আর অ্যাগারের ৪৮ রানের সুবাদে সেদিন ২২৩ রান তাড়া করে জিতে অস্ট্রেলিয়া।
সংবাদমাধ্যমে খবর, অ্যাগারের জায়গায় অস্ট্রেলিয়া দলে ঢুকতে পারেন মারনাস লাবুশেন, তানভীর সাংহা বা ম্যাথু শার্টের কেউ একজন।
কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/বিকাল ৩:০৯