জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় লাইসেন্স বিহীন করাত কল (স-মিল) পরিচালনার দায়ে ১টি করাত কলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর ) বিকেলের দিকে মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা রেঞ্জের আওতায় গোমতি ইউনিয়নের ১টি অবৈধ করাত কলে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন। এসময় মাটিরাঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমান উপস্হিত ছিলেন।মাটিরাঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমান জানান,মাটিরাঙ্গা রেঞ্জের আওতায় ১টি করাত কলের বৈধ (লাইসেন্স) না থাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে গোমতি ইউনিয়নের ফজল হক স-মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ, আনসার সদস্যও বনবিভাগের কর্মকর্তা গন উপস্হিত ছিলেন।মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মেজবাহ উদ্দিন।বলেন, লাইসেন্স ছাড়া করাত-কল পরিচালনা করার দায়ে এক ব্যক্তিকে করাত-কল লাইসেন্স (বিধিমালা), ২০১২ অনুসারে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অতিদ্রুত লাইসেন্স করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:২৬