এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গরীব, অসহায় ও দুস্থ রোগীদের বিনা খরচে চোখের ছানি অপারেশন ও সেবা প্রদানের জন্য দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিকেএস যশোরের পরিচালনায় ও রামকৃষ্ণপুর ইসলামী পাঠাগার ও রেনেসাঁ সংঘের আয়োজনে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পে পরিচালিত হয়।
ইসলামী পাঠাগার ও রেনেসাঁ সংঘের সভপাতি আব্দুল আলীমের সভাপতিত্বে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন পিকেএস যশোরের মেডিকেল অফিসার ডা. লুৎফুন নাহার ইমা, বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক রেজাউল ইসলাম, মাষ্টার আজম আশরাফুল, মাও. মুক্তার আহমেদ, চৌগাছা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে চোখের নানা সমস্যা নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেন ডা. লুৎফুন নাহার ইমা ও ঢাকা পপুলার হাসপাতালের চিকিৎসক রকিবুল রনি। এসময় সহযোগীতা করেন রিফাত খন্দকার, মফিজুর রহমান, হালিমা খাতুন ও মিতা গুপ্তা। আয়োজকেরা জানান, দিনব্যাপী চক্ষু ক্যম্প দুইশতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।এরমধ্যে, ৪৯ জন ছানি রোগী বাছাই করা হয়। তাদেরকে পর্যায়ক্রমে পিকেএস যশোর ক্লিনিকে নিয়েফ্রি অপারেশন করা হবে। এছাড়াও সকল রোগীকে বিনামূল্যে ঔষধপত্র ও চশমা প্রদান করা হবে।
এছাড়া ফ্রি চক্ষু ক্যাম্পে স্বেচ্ছা শ্রম দিয়ে সহযোগীতা করেন মাষ্টার জহির উদ্দীন, আরিফুর রহমান,জামাল উদ্দীন, তৈয়েবুর রহমান, হৃদয় হোসেন, হাফেজ নাঈম উদ্দীন, হাফেজ, আলিফ হোসেন, আরমান হোসেন, উজ্জ্বল হোসেন প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:১৮