ডেস্ক নিউজ : দুই সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে আবারও কমলো দুগ্ধজাত পণ্যের দাম। এ নিয়ে গত ১৭জুনের পর থেকে টানা দুই সপ্তাহ ধরে দাম কমতির খবর দিলো গ্লোবাল ডেইরি ট্রেড। বিশ্ববাজারে চলতি মাসের প্রথম নিলামে মোট ২৫ হাজার ৭০৫ মেট্রিক টন দুগ্ধজাত পণ্য বেচাকেনা হয়েছে; দাম কমেছে গড়ে ৪ দশমিক ১ শতাংশ। যেখানে প্রতি মেট্রিক টনের গড় মূল্য পড়েছে ৪ হাজার ২৭৪ মার্কিন ডলার।
জিডিটির তথ্য, গত মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত নিলামে ননীছাড়া গুঁড়ো দুধের দাম ১.৭ শতাংশ কমে প্রতি মেট্রিক টন হাত বদল হয়েছে ২ হাজার ৭১৮ মার্কিন ডলারে। ননীযুক্ত গুঁড়ো দুধের দামও এবার ৫.১ শতাংশ কমে প্রতি মেট্রিক টন বিক্রি হয়েছে ৩ হাজার ৮৫৯ ডলারে।
প্রতি মেট্রিক টন চেডার পনিরের দাম ২.৮ শতাংশ কমে ঠেকেছে ৪ হাজার ১৪৭ ডলারে। দাম কমেছে মোজেরেলারও। ০.২ শতাংশ কমে এবারের নিলামে প্রতি মেট্রিক টন মোজারেলা হাত বদল হয়েছে ৪ হাজার ৮৭ ডলারে। তবে বিশ্ববাজারে বেড়েছে ল্যাক্টোজের দাম। প্রতিমেট্রিক টন ৪.২ শতাংশ দাম বেড়ে বিক্রি হয়েছে ১ হাজার ১৭৩ ডলারে।
কিউএনবি/আয়শা//০৪ জুলাই ২০২৫,/দুপুর ২:৩০