স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। দলের পক্ষে একটি করে গোল করেন এনজো ফার্নান্দেজ, নিকোলস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস। ম্যাচটিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন ডি মারিয়া।
মেসির অনুপস্থিতিতে বলিভিয়ার বিপক্ষে ভালোভাবেই দায়িত্ব সামলিয়েছেন আর্জেন্টাইন রাইট উইঙ্গার। এর আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৮৮ মিনিটে মেসি মাঠ ছাড়ার সময়ে ডি মারিয়ার হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিয়েছিলেন। সেখান থেকে দায়িত্ব উঠেছে তার কাঁধে। সাময়িক এই দায়িত্ব পেয়ে ভীষণ খুশি আর্জেন্টাইন তারকা।
অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন, ‘সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে মেসির কাছ থেকে সাময়িক এই দায়িত্ব পেয়ে। এটি একটা আবেগের জায়গা। সেই আবেগের ছোঁয়া আরও বেশি যখন লিও (মেসি) আগের ম্যাচে আমাকে আর্মব্যান্ড পরিয়ে দিয়েছিলেন। তার কাছ থেকে আর্মব্যান্ড নেয়ার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’
কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪০