সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

আরও উন্নত অস্ত্র পাচ্ছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসন মোকাবিলা করতে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আরও উন্নত ও শক্তিশালী অস্ত্রশস্ত্র এবং সামরিক অভিযান চাইছে ইউক্রেন৷ তবে সেই আবেদন খতিয়ে দেখে শেষ পর্যন্ত ইতিবাচক সাড়া দিতে অনেক সময় নিচ্ছে একাধিক দেশ৷ ফলে যুদ্ধক্ষেত্রে সাফল্য পেতে বিলম্ব ঘটছে বলে ইউক্রেন দাবি করছে৷ 

মার্কিন সামরিক বাহিনীর কাছে এটিএসিএমস এবং জিএমএলআরএস নামের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি করতে সক্ষম৷ প্রথমটি ৩০৬ কিলোমিটার পর্যন্ত দূরত্বে এবং দ্বিতীয়টি ৭২ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে৷ লক্ষ্যবস্তুর উপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ব্যাপক ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে এই দুই মিসাইল৷ 

ডয়চে ভেলের প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্ভবত দুটির মধ্যে একটি অথবা দুটি ক্ষেপণাস্ত্রই ইউক্রেনের হাতে তুলে দিতে পারে৷ সম্প্রতি আমেরিকার পাঠানো ক্লাস্টার বোমা কাজে লাগিয়ে ইউক্রেনের সেনাবাহিনী বেশ সাফল্য পেয়েছে৷

শুধু যুক্তরাষ্ট্র নয়, জার্মানির কাছ থেকেও আরও উন্নত অস্ত্র চাইছে ইউক্রেন৷ মার্কিন প্রশাসনের দেখাদেখি জার্মানিও সেই ডাকে সাড়া দেবে বলে দেশটি আশা করছে৷ তবে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস বলেছেন, আমেরিকা ইউক্রেনকে এটিএসিএমএস মিসাইল দিলেই বার্লিন টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে- এমন কোনো বাধ্যবাধকতা নেই৷ 

তার মতে, যুদ্ধের ক্ষেত্রে কোনো ‘স্বয়ংক্রিয়’ সিদ্ধান্ত থাকতে পারে না৷ জার্মানি বিষয়টি এখনো খতিয়ে দেখছে৷ যুদ্ধবিমান থেকে ৫০০ কিলোমিটার দূরে টাউরুস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় বলে ইউক্রেন সেটি পেতে গভীর আগ্রহ দেখাচ্ছে৷

রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কাজে লাগিয়ে ইউক্রেনে এমনকি বেসামরিক লক্ষ্যবস্তুর উপর আঘাত করছে দাবি করে ইউক্রেনও এমন অস্ত্র চাইছে৷ এখনো পর্যন্ত ব্রিটেন স্ট্রম শ্যাডো ও ফ্রান্স স্ক্যাল্প নামের ক্রুজ মিসাইল সরবরাহ করেছে দেশটিকে৷

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit