ডেস্কনিউজঃ ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। খবর বিবিসির।
প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, নিহত ব্যক্তিরা কোনো ভুল করেননি। হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা ফ্রন্ট লাইনের কাছাকাছি অবস্থিত।
জেলেনস্কি আরও বলেছেন, ‘এই রাশিয়ান অপশক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব পরাজিত করতে হবে।’ তবে মস্কোর কর্তৃপক্ষ এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
কিউএনবি/নাহিদা/ ০৬.০৯.২০২৩/ সন্ধ্যা ৭.৪৭