স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের চলতি ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বাবর আজম। তার ইনিংসটি ১৩১ বলে ১৪টি চার আর ৪টি ছক্কায় সাজানো। ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে এটা বাবর আজমের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
এই ইনিংস খেলার পথে পাকিস্তানের অধিনায়ক বাবর ছাড়িয়ে যান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খানকে। ২০০৪ সালের এশিয়া কাপে ১২২ বলে ৮টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১৪৪ রানের ইনিংস খেলেন ইউনিস খান।
২০১৮ সালের এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে দুবাইয়ে ১৫০ বলে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪৪ রানের ইনিংস খেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার ১৫১ রানের ইনিংস খেলে মুশফিক ও ইউনিস খানকে ছাড়িয়ে যান বাবর আজম।
তবে এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক বিরাট কোহলি। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ১৪৮ বলে ২২টি চার আর একটি ছক্কার সাহায্যে ১৮৩ রানের ইনিংস খেলেন ভারতের সাবেক অধিনায়ক।
কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/রাত ৮:৩৪